Saturday, October 19

ব্রিক্স আপাতত প্রসারিত হচ্ছে না: মনমোহন সিং

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ব্রিক্স জোটে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) আপাতত নতুন কোন রাষ্ট্র যোগ দিচ্ছে না। বহুমেরুর পৃথিবীতে ব্রিক্স হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সহায়ক সংস্থা। রাশিয়ায় সফরে আসার আগে রুশ সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

মনমোহন সিং বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হচ্ছেন ব্রিক্সের পূনর্গঠনের কারিগর।

উল্লেখ্য, আগামীকাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শুরু হবে। ১৪তম রুশ-ভারত সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। মনমোহন সিংয়ের সাথে পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়