Wednesday, October 9

শামসুর রহমান বৃত্তি পরীক্ষার আবেদন জমা দেয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর

সিলেট বিভাগের ৫ম. ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে আগামী ২৫ অক্টোবর ২০১৩ শুক্রবার ইংরেজী ও গণিত বিষয়ে শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা (কেন্দ্র্র নং-১) জিন্দাবাজার, সিলেটস্থ সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং (কেন্দ্র্র নং-২) দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। 
৫ম শ্রেণী (৬০ টাকা), ৬ষ্ট শ্রেণী (১০০ টাকা), ৭ম শ্রেণী (১০০ টাকা) ও ৮ম শ্রেণীর (১০০ টাকা) নির্ধারিত ফি দিয়ে ১৫ অক্টোবর-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।  যদি কোন বিদ্যালয়ে আবেদনপত্র না পৌছে থাকে তবে সাদা কাগজে নাম, পিতা-মাতার নাম, বিদ্যালয়ের নাম, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, টেলিফোন-মোবাইল নম্বর, ইমেল নম্বর (যদি থাকে) সাদা কাগজে লিখে নির্ধারিত ফি দিয়ে শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়া পাড়া, (ফোন-৭২৮০৯৭) সিলেট (ইমেল-jiblu78.rahman@gmail.com) ঠিকানায় আবেদনপত্র জমা দেয়া যাবে। বিজ্ঞপ্তি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়