Tuesday, October 22

দুই দলের মধ্যে আলোচনার পথ এখনো খোলা আছে : ইনু

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধীদলের নেতা খালেদা জিয়ার প্রস্তাব দলবাজির সরকার গঠনের চেষ্টা—যা দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন পদ্ধতি নিয়ে সংবিধান অনুযায়ী দুই দলের মধ্যে আলোচনার পথ এখনো খোলা আছে। খালেদা জিয়ার প্রস্তাব মেনে নিলে দেশে অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে বলেও এ সময় মন্তব্য করেন জাসদের নেতা।

অতীতে খালেদা জিয়া ও শেখ হাসিনা ত্বত্তাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন—উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া এখন আবারও ত্বত্তাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলে জাতির সঙ্গে মিথ্যাচার করছেন।

ইনু বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন তা বর্তমান সাংবিধানিক কাঠামোতে বাস্তবায়নযোগ্য নয়। সরকার মহাজোট সমর্থিত ৫ জন এবং বিরোধীদল সমর্থিত ৫ জন অর্থাৎ এ ১০ নিরপেক্ষ ব্যক্তি নন, এরা হচ্ছে জোট অথবা দল অথবা বিরোধীদলের নেতা অথবা মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত এটা দলীয় ব্যক্তি। সুতরাং নির্দলীয় সরকারের নামে বিরোধীদলীয় নেতা কার্যত দুই দলের একটি দলবাজি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করেছেন।’--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়