Wednesday, October 23

যুক্তরাষ্ট্রে ফ্রান্সের দূতাবাস ও ফরাসি কূটনীতিকদের ওপর নজরদারি মার্কিন গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফ্রান্সের দূতাবাস ও জাতিসংঘে নিয়োজিত ফরাসি কূটনীতিকদের ওপরও নজরদারি চালাতো মার্কিন গোয়েন্দারা। বুধবার ফরাসিদের ওপর গোপন নজরদারি সংক্রান্ত এ খবর প্রকাশ করেছে লা মঁদ নামে একটি ফরাসি পত্রিকা।

গিনি নামে পরিচিত এই গোপন নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি -এনএসএ। এনএসএ'র বেশ কিছু নথির প্রমাণ উপস্থাপন করে এ খবর প্রকাশ করে পত্রিকাটি। এতে বলা হয়, বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তি, কূটনীতিক ও সরকারি কার্যক্রমের ওপর নজরদারির অংশ হিসেবে ফরাসি কূটনীতিকদেরও নজরদারি কার্যক্রমের মধ্যে নিয়ে আসে এনএসএ।

ফ্রান্সের দূতাবাসের কম্পিউটারে গোপন সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রম নজরে রাখতো বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। আর এসব তথ্য সাবেক মার্কিন গোয়েন্দা কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা বলেও জানায় পত্রিকাটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়