আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করার ব্যাপারে আবারো আলোচনার তারিখ নির্ধারণ করেছে সংস্থাটি। আগামী মাসে এ ব্যাপারে আলোচনা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার লুক্সেমবার্গ-এ ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে লিথুয়ানিয়ান পররাষ্ট্রমন্ত্রী লিঙ্কেভিসিয়াস সাংবাদিকদের এ কথা জানান।
দীর্ঘ তিন বছর পর আবারো শুরু হওয়া ওই বৈঠকে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ ইউনিয়নে অন্তর্ভুক্তির বিষয়ে সমঝোতা আলোচনায় অংশ নেবে। বৈঠকে ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ তুরস্ককে জোটে আনার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করে। এতে তুরস্কের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করা হয়।
তবে অনেক দেশ সাম্প্রতিক কুর্দিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত ও মানবাধিকার পরিস্থিরি অগ্রগতি নিয়ে অসন্তোষও প্রকাশ করে। আগামী ৫ নভেম্বর এ সংক্রান্ত পরবর্তী বৈঠক হবে বলে জানানো হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়