ঢাকা : শর্তসাপেক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেলে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে ২৫ অক্টোবর দুপুর ২ টায় সমাবেশের লিখিতভাবে অনুমতি চান।
ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, তাঁরা শুক্রবার বেলা দুইটায় নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছেন।
প্রসঙ্গত, ২৫ অক্টোবর সমাবেশের জন্য বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা মহানগর নাট্যমঞ্চ ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চাইলেও ডিএমপির অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে নতুন অনুমতি চেয়ে আবেদন করা হয়।
উল্লেখ্য, ২০ অক্টোবর ভোর ৬ টা থেকে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়