গাজীপুর : কারাগারে ঈদের নামাজ পড়েননি সালাউদ্দিন কাদের চৌধুরী। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাকা চৌধুরী বর্তমানে কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন।
বুধবার কারাবন্দিরা সকালে নামাজের জন্যে মসজিদে ভিড় করলেও সাকা চৌধুরী কারো সাথে কথা বলেন নি। এমনকি নামাজের সময় হলেও তিনি মসজিদে যান নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, কারাগারে সুস্থ্ থেকেও সাকা চৌধুরী নামাজ পড়েন নি। হয়তো তিনি কোনো অভিমান করে থাকতে পারেন। তবে নামাজ পড়া না পড়া তার ব্যক্তিগত বিষয়।---ডিনিউজ
বুধবার কারাবন্দিরা সকালে নামাজের জন্যে মসজিদে ভিড় করলেও সাকা চৌধুরী কারো সাথে কথা বলেন নি। এমনকি নামাজের সময় হলেও তিনি মসজিদে যান নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, কারাগারে সুস্থ্ থেকেও সাকা চৌধুরী নামাজ পড়েন নি। হয়তো তিনি কোনো অভিমান করে থাকতে পারেন। তবে নামাজ পড়া না পড়া তার ব্যক্তিগত বিষয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়