Sunday, September 8

মিশরের সিনাই উপত্যকায় সেনা অভিযানে নিহত ১০


ঢাকা: মিশরের সীমান্তবর্তী সিনাই উপত্যকায় বড় ধরনের সামরিক অভিযানে অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। শনিবার দেশটির সেনাবাহিনী হেলিকপ্টার ও সাঁজোয়া যান নিয়ে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায়।
 
বেশ কিছুদিন ধরেই সিনাই উপত্যকায় মাঝেমধ্যে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সিনাইতে এটাই সবচেয়ে বড় অভিযান।
 
মিশর সরকার অভিযোগ করে আসছে, সিনাইয়ের এ এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী দল নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেখানে সংঘর্ষের ঘটনা বেড়েছে।
 
উল্লেখ্য, ২৪ আগস্ট সিনাইয়ে জঙ্গি হামলায় ২৪ জন পুলিশ নিহত হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়