Saturday, September 7

ডাঃ মুজম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট ডাঃ মুজম্মিল আলী ওয়েলফেয়ার শিক্ষা ট্রাস্টের এক সাধারণ সভা আজ শনিবার সকাল ১১টায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং ট্রাস্টের সচিব মখলিছুর রহমানের পরিচালনায় সভায় কার্যানির্বাহী কমিটির সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে চলতি বছর থেকে ট্রাস্টের উদ্যোগে উপজেলা ব্যাপী প্রাধমিক পর্যায়ে ৪র্থ ও মাধ্যমিক পর্যায়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে মেধাবৃত্তি পরীক্ষার পরিবর্তে ২০১৪ইং থেকে ৫ম ও ৮ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে প্রতিবছর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান, এককালীন বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ট্রাস্টের কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য ২৭ সদস্য বিশিষ্ট ২০১৩-১৪ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ইকবাল হোসেনকে সভাপতি, মখলিছুর রহমানকে সদস্য সচিব, ইমরান হোসেন শিমুলকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যরা হলেন এখলাছুর রহমান, আব্দুল মুতলিব, মাসুদ আহমদ, আকরাম হোসেন, হাফিজ নছির উদ্দিন, খলিল আহমদ, মখলিছুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, এবাদুর রহমান, শাহিদুর রহমান সেলিম, আব্দুল মতিন, লুৎফুল হক, মোস্তাক আহমদ, মহব্বত উল্লাহ, আলিম উদ্দিন, মামুন রশিদ, নজরুল ইসলাম শাহীন, সোনা মিয়া, নূরুল আমিন, মিরাজ উদ্দিন, ডাঃ শামীম আহমদ, লোকমান হোসেন, মোহাম্মদ আলী। সাধারণ সভা শেষে ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হোসেনের মেয়ের বিবাহত্তোর বড়দেশ উচ্চ বিদ্যালয় এবং পার্শ্ববর্তী সরদারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিনসহ দুটি স্কুলের সকল শিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়