Wednesday, August 7

কানাইঘাটে প্রবাসীর ভূমি দখল নিয়ে রণপ্রস্তুতি দু’পক্ষের

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির চাপনগর গ্রামের মৃত হাজী জওয়াদ আলীর পুত্র সৌদি প্রবাসী সিরাজ উদ্দিন গংদের এক খন্ড ভূমি নিয়ে প্রতিবেশী ফয়জুল হক গংদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধের জের ধরে দখল-পাল্টা দখল নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জমির দখল নিয়ে ঈদ অথবা আগের দিন এ নিয়ে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন। জানা যায়, চাপনগর গ্রামের সৌদি প্রবাসী সিরাজ উদ্দিন কান্দেবপুর মৌজার জে.এল.নং-২২ স্থিত এস.এ খতিয়ান-৬৭, এস.এ দাগ-২৮০, বি.এস খতিয়ান-১৬৪, বিএস দাগ -৩০২ দাগে একই গ্রামের কবির উদ্দিনের কাছ থেকে সাড়ে ৬ শতক ভূমি খরিদ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় প্রতিবেশী ফয়জুল হক ও তার লোকজন সিরাজ উদ্দিনের স্বত্ত্ব দখলীয় ভূমিটি অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে বার বার জোর দখলের চেষ্টা চালায়। এতে প্রবাসী সিরাজ উদ্দিন প্রতিকার চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, সিলেটের আদালতে একটি বিবিধ মামলা (নং-৪৫/১২) দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর উক্ত বিরোধীয় ভূমিতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন এবং শান্তি-শৃঙ্খলা রার জন্য আদেশের একটি অনুলিপিও কানাইঘাট থানায় প্রেরণের নির্দেশ প্রদান করেন। এদিকে আদালতের রায় উপেক্ষা করে ফয়জুল হক ও তার লোকজন সিরাজ উদ্দিন গংদের মারপিট করে বিরোধীয় ভূমিটি জোর দখলের চেষ্টা করে। এ ঘটনায় সিরাজ উদ্দিন পরে আব্দুল করিম বাদী হয়ে ফয়জুল হক গংদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি মামলা (নং-০৮(০৭)১৩ দায়ের করেন। এতে প্রতিপক্ষের লোকজন আরও প্তি হয়ে বিরোধীয় জমিটি দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। গ্রামের লোকজনদের কাছ থেকে শুনা যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতরের দিন ফয়জুল হক ও তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় ভূমিটি দখল করতে যাবে। এ সময় অপর পক্ষ বাঁধা দিলে রক্তক্ষয়ী সংর্ঘষে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, উক্ত বিরোধটি নিরসনের জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি । তিনি আরো বলেন, উভয় পক্ষের মধ্যে অবশ্যম্ভাবী রক্তক্ষয়ী সংঘাত এড়াতে আদালতের নির্দেশনানুযায়ী কানাইঘাট থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। অন্যথায় এলাকায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়