Friday, August 23

মার্কিন সেনা রবার্ট আবারো ক্ষমা চাইলেন

ঢাকা:আফগানিস্তানে নিরপরাধ ১৬ গ্রামবাসীকে পুড়িয়ে হত্যার জন্য আবার ক্ষমা চাইলেন মার্কিন সেনা সদস্য স্টাফ সার্জেন্ট রবার্ট বেলিস। নিজের এই ন্যাক্যারজনক কাজকে কাপুরুষোচিত বলেও স্বীকার করেছেন তিনি।

ওয়াশিংটনের একটি সেনা ঘাঁটিতে এই ঘটনার জন্য বেলিসের বিচার চলছে। বৃহস্পতিবার আদালতেই  তিনি এই স্বীকারোক্তি দেন ।


এর আগে গত জুনেও মৃত্যুদণ্ডাদেশ থেকে বাঁচতে বেলিস আদালতে দোষ স্বীকার করেছিলেন। বেলিস জানান, যুদ্ধক্ষেত্রে থাকতে থাকতে তিনি মানসিকভাবে ক্লান্ত ছিলেন। এজন্য সবসময় তার মেজাজ চড়া থাকতো।


সেটি ঢাকতেই অতিরিক্ত মদ্যপান করতেন। শুধু তাই নয়, ওই হামলার সময় তিনি মাদকও গ্রহণ করেছিলেন বলে আদালতে স্বীকার করেন।
 


তিনি বলেন, ‘আমি সেসময় অতিরিক্ত মদ্যপান করেছিলাম। আমি সত্যিই খুব দুঃখিত সেই সব পরিবারের কাছে যারা তাদের কাছের মানুষ হারিয়েছে। যদি আমি তাদের পরিবারের সেই সদস্যদের ফিরিয়ে দেয়া সম্ভব হতো, তাহলে আমি প্রাণপনে চেষ্টা করতাম।’
 


উল্লেখ্য, সার্জেন্ট রবার্ট বেলিস ইতোপূর্বে ইরাক ও আফগানিস্তানে মোট চারটি সামরিক অভিযানে অংশ নেন। দোষ স্বীকার করে নেয়ার ফলে মৃত্যুদণ্ড না দিয়ে এক্ষেত্রে তার জামিন অযোগ্য যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।


ডিনিউজবিডি/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়