Friday, August 23

বিএনপি-জামায়াতকে জনবিচ্ছিন্ন করতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাকা : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, ‘আমাদের বড় আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা। বিএনপি-জামায়াতকে সেই চেতনা দিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করে জনবিচ্ছিন্ন করতে হবে। যতদিন ওদের জনবিচ্ছিন্ন করা না যাবে ততোদিনে আমাদের যুদ্ধ চলবে।’ 

আজ শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল মান্নান খান বলেন, ‘এখন আর ঘরে বসে থাকার সময় নেই। মাঠে ময়দানে, গ্রামেগঞ্জে গিয়ে বিএনপি-জামায়াত ও হেফাজতের মিথ্যা প্রচারণার জবাব দিয়ে বিজয় লাভ করতে হবে। জামায়াত-শিবির ও হেফাজতীরা মাঠে ময়দানে না নেমে আশ্রয় নিয়েছে গ্রামের মাদ্রাসা, মসজিদে। সেখানে বসে ওরা মিথ্যা প্রচারণা চালায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রামে যেতে হবে। সেখানে গিয়ে মসজিদ পাহারা দিতে হবে। ওদের ষড়যন্ত্র রুখতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক ঘুমন্ত বাঙালি জাতিকে জাগিয়েছিলেন। তিনি বছরের পর বছর গ্রামেগঞ্জে ঘুরেছেন। ঘর-সংসার ও স্ত্রী ছেলে মেয়ের ভালবাসা ভুলে এদেশের মানুষকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধুর কাছে গেলে নেতাকর্মীরা তাদের রাগ, দুঃখ ক্ষোভ ভুলে যেতেন।’

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম ও সংগঠনের সাধারণ সম্পাদক আ. সালাম মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী ইয়াদিয়া জামান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়