ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ১৮ দলীয় জোট দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না।
শনিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদে বলেন, সমঝোতার পথ ছেড়ে সংঘাতের পথ বেছে নিলে সরকারের পরিণতি আরও করুণ হবে। পাঁচ সিটি নির্বাচনে সরকারের শোচনীয় পরাজয় ঘটেছে। এর মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আরও জোরালো হয়েছে।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করা হলে সরকারের নির্বাচনী কৌশল সম্পূর্ণ ব্যর্থ হবে। আর গণতন্ত্র ব্যাহত হলে এর দায় সরকারকেই বহন করতে হবে। সমঝোতা বা সংলাপের পথ বেছে না নিলে ১৮ দলীয় জোট কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সরকারকে বাধ্য করবে।
মওদুদ আহমেদ আশা প্রকাশ করে বলেন, সংঘাত এড়াতে এই সংসদ ভেঙে দেয়ার আগেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। আমরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবো। এটা করা হলে দেশ ও জাতি সবার জন্য মঙ্গলজনক হবে।--ডিনিউজ
শনিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদে বলেন, সমঝোতার পথ ছেড়ে সংঘাতের পথ বেছে নিলে সরকারের পরিণতি আরও করুণ হবে। পাঁচ সিটি নির্বাচনে সরকারের শোচনীয় পরাজয় ঘটেছে। এর মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আরও জোরালো হয়েছে।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করা হলে সরকারের নির্বাচনী কৌশল সম্পূর্ণ ব্যর্থ হবে। আর গণতন্ত্র ব্যাহত হলে এর দায় সরকারকেই বহন করতে হবে। সমঝোতা বা সংলাপের পথ বেছে না নিলে ১৮ দলীয় জোট কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সরকারকে বাধ্য করবে।
মওদুদ আহমেদ আশা প্রকাশ করে বলেন, সংঘাত এড়াতে এই সংসদ ভেঙে দেয়ার আগেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। আমরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবো। এটা করা হলে দেশ ও জাতি সবার জন্য মঙ্গলজনক হবে।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়