Wednesday, July 31

'বাংলাদেশ প্রোপাগান্ডার দেশ'

বাংলাদেশকে 'প্রোপাগান্ডার দেশ' বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। 
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "এ দেশে যে যত বেশি গুজব, অশালীন ও অশ্লীল ভাষায় কথা বলতে পারে তাদেরই জয় জয়কার।"
নির্বাচন কমিশন গ্রহনযোগ্যতা হারাচ্ছে বিরোধী দলের এমন বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, " নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিরোধী দলের ঢালাওভাবে এমন নেগেটিভ মন্তব্য করা উচিত নয়। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন শক্তিশালী হলে গণতন্ত্রের ভীত মজবুত হয়। নির্বাচন কমিশনকে হেয় না করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের শক্তিশালি করা উচিত।"
তিনি আরও বলেন, "জিতে গেলে নির্বাচন কমিশনকে নিরাপদ ও শক্তিশালী বলবেন আর হেরে যাওয়ার ভয়ে 'চিলে কান নিয়ে গেছে' ভেবে চিলের পিছে দৌড়াবেন এমটা ঠিক নয়। গুজব অপপ্রচার গণতান্ত্রিক সাংস্কৃতিক ধারা হতে পারে না। শুধু জেতাটাই গণতান্ত্র নয়। এখানে হারতেও হয়।"
সংবিধানের ৯১/এ ধারা বিলুপ্তির বিষয়ে সুরঞ্জিত বলেন," এ ধারা বাতিল করলে বা থাকলে আওয়ামী লীগের কিছু আসে যায় না। তবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়