Tuesday, June 4

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন, সেলিম ও মানিক। গতরাতে পাহাড়তলী থানার কালীর হাট পরশি মেম্বার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বেলালকে ধরতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ আরো আট ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি বড় ছোরা, একটি কাটার, দুটি এক নলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়