Monday, June 3

সিপিএমকে ভোট দেওয়ায় বৃদ্ধার হাতে তৃনমূলের কোপ


কলকাতা : রবিবার হাওড়া সদর লোকসভা আসনের উপনির্বাচনে সিপিএমকে ভোট দেওয়ার 'শাস্তি' হিসেবে এক বৃদ্ধার হাত কেটে নেওয়ার চেষ্টা করা হল বলে শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ৷নজির বিহিন  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যের পঞ্চায়েত এলাকায়৷যেহেতু মাত্র কয়েক দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত(স্থানীয়)নির্বাচন৷ সেেত্র এই ধরনের ঘটনা পঞ্চায়েত বা গ্রাম এলাকার ভোটারদেও মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হবে।

ইতিপূর্বে সিপিএমের ধর্মঘটে যোগ দিয়ে কাজে না আসায় সমর্থকদের কান ও নাক কাটার অভিযোগ উঠেছিল ৷ এবার সিপিএমকে ভোট দেওয়ায় সমর্থকের হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত শাসক দল৷

হাওড়া জেলার নাজিরগঞ্জের লিচুবাগানের বাসিন্দা হামিদা বিবির পরিবার এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিতি ৷ হামিদার অভিযোগ, সোমবার সকাল ১১টা নাগাদ তাঁর বাড়িতে সশস্ত্র অবস্থায় চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা গুড্ডু৷কলকাতার এসএসকেএম হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী হামিদার দাবি, বাড়িতে ভাঙচুর চালানোর পর তাঁর অন্তঃসত্ত্বা পূত্রবধূ আবিদা নাসরিনের ওপর হামলারও চেষ্টা করে গুড্ডুর দলবল৷ হামিদার দাবি, বাধা দিতে গেলে তাঁর বাঁ হাতে ছুরি দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা৷

অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে সিপিএম৷স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামিদার গোটা পরিবার দীর্ঘদিন ধরে সিপিএম সমর্থক বলে পরিচিত৷ হামিদার ছেলে পেশায় হোমিওপ্যাথি চিকিত্সক মহম্মদ শাহিদও একজন সক্রিয় সিপিএম কর্মী৷

যদিও, ঘটনায় তৃণমূলের যোগের অভিযোগ অস্বীকার করেছেন হাওড়ার দলীয় সভাপতি অরূপ রায়৷ তাঁর দাবি, ঘটনার সময় হাওড়াতেই ছিলেন না গুড্ডু৷ রবিবার উপনির্বাচন শেষে গুড্ডু হলদিয়া চলে গেছেন৷ অভিযোগকারিণীর ছেলে শাহিদ হোমিওপ্যাথি চিকিত্সা করেন৷ চিকিত্সায় গাফিলতির অভিযোগে মহিলার বাড়িতে হামলা চালায় রোগীর পরিজনেরাই৷ এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷

নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে গুড্ডু সহ ৭ তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন হামিদা বিবি৷ কিন্তু, পুলিশ সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়