ঢাকা : জাতীয় সংসদ অধিবেশনে অশোভন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার বিকেলে নবম জাতীয় সংসদে বাজেট অধিবেশন স্পিকার বলেন, "অসংসদীয় শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না।"
সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অসংসদীয় শব্দ ব্যবহার করলে তা এক্সপাঞ্জ করা হবে বলে এসময় উল্লেখ করেন স্পিকার।
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ রেহানা আক্তার রাণু তত্বাবধায়ক সরকারের বিষয়ে তার নিজ জেলা ফেনীর আঞ্চলিক ভাষায় বলেন, "তত্ত্বাবধয়ক নিয়ে চদুর-বদুর চইলতোনো"। এ সময় বক্তব্যে তিনি 'আক্রমণাত্মক শব্দও' ব্যবহার করেন।
পরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক রেহানা আক্তারের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।
এর আগে বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার দেওয়া বক্তব্যও এক্সপাঞ্জ করার দাবি জানান সরকারি দলের সাংসদরা।
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রোববার সংসদে বলেন, "খালেদা জিয়া কোনো হাইব্রিড নেত্রী নন এবং তার পুত্র তারেক জিয়া তৃণমূল পর্যায়ে রাজনীতি করে নেতা হয়েছেন।"
নবম জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশন রোববার বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
৬ মে বাজেট পেশ করার পর সংসদ অধিবেশন মুলতবি করা হয়। বাজেট অধিবেশনে বিরোধীদল উপস্থিত ছিল না।(ডিনিউজ)
রোববার বিকেলে নবম জাতীয় সংসদে বাজেট অধিবেশন স্পিকার বলেন, "অসংসদীয় শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না।"
সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অসংসদীয় শব্দ ব্যবহার করলে তা এক্সপাঞ্জ করা হবে বলে এসময় উল্লেখ করেন স্পিকার।
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ রেহানা আক্তার রাণু তত্বাবধায়ক সরকারের বিষয়ে তার নিজ জেলা ফেনীর আঞ্চলিক ভাষায় বলেন, "তত্ত্বাবধয়ক নিয়ে চদুর-বদুর চইলতোনো"। এ সময় বক্তব্যে তিনি 'আক্রমণাত্মক শব্দও' ব্যবহার করেন।
পরে রেলমন্ত্রী মো. মুজিবুল হক রেহানা আক্তারের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।
এর আগে বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার দেওয়া বক্তব্যও এক্সপাঞ্জ করার দাবি জানান সরকারি দলের সাংসদরা।
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রোববার সংসদে বলেন, "খালেদা জিয়া কোনো হাইব্রিড নেত্রী নন এবং তার পুত্র তারেক জিয়া তৃণমূল পর্যায়ে রাজনীতি করে নেতা হয়েছেন।"
নবম জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশন রোববার বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
৬ মে বাজেট পেশ করার পর সংসদ অধিবেশন মুলতবি করা হয়। বাজেট অধিবেশনে বিরোধীদল উপস্থিত ছিল না।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়