Tuesday, June 25

বরিশালে ডা. আরিফ হত্যার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন-কর্মবিরতি


বরিশাল: বরিশালে ডায়াগনিস্টিক সেন্টরে চিকিৎসককে নির্যাতন করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে তার সহকর্মীরা। গত সোম ও মঙ্গলবার শেবাচিম হাসপাতালে এ কর্মসূচী পালন করা হয়। এসময় চিকিৎসকরা ডাক্তার আরিফুর রহমানকে পরিকল্পীতভাবে হত্যার অভিযোগ তুলে ধরেন। 
গত সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শের ই বাংলা মেডিকেল কলেজ সম্মুখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। নিতহ চিকিৎসক আরিফের সহকর্মীরা এসময় দোষীদের বিচারের দাবী করেন। এসময় বক্তব্য রাখেন, বিএমএ’র সভাপতি ডাঃ ইসতেহাক আহমেদ, সম্পাদক মনিরুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক এসএম সায়েম, মাশরেফুল ইসলাম সৈকত প্রমূখ। 
এদিকে মঙ্গলবারও কালোব্যাজ ধারণ ও বেলা ১১টা থেকে ১২টা কর্মবিরতী পালন করে চিকিৎসকরা। ডাঃ আরিফের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার হুশিয়ারি দেন চিকিৎসকরা।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়