Thursday, June 13

সিটি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

ঢাকা: চার  সিটি করপোরেশন নির্বাচনের ভোট আর মাত্র দুদিন বাকি। আজ মধ্য রাতেই শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। রাত ১২টার পর ভোটারদের কাছে ভোট চাইতে যেতে পারবেন না কোনো প্রার্থী। চার নগর পিতার অপেক্ষার প্রহর গুনছেন নগরবাসী। ওদিকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
 
চার সিটি নির্বাচনকে দুদলই নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বেছে নিয়েছেন। উভয় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা এখন আছেন খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালে। দলের সমর্থিত প্রার্থীর হয়ে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা।
 
এদিকে নির্বাচনের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সর্তক প্রশাসন। দুদিন আগ থেকেই নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। ভোটের আগের রাত থেকে মাঠে নামবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
এদিকে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আজ  মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। এরপর কারো বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, এখন পর্যন্ত যেসব এলাকায় প্রার্থী কিংবা তার সমর্থকরা আচরণ বিধি ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
 
খুলনা: আওয়ামী লীগ ও বিএনপির প্রথম সারির নেতাদের অনেকেই এখন খুলনায়। এ অবস্থায় শেষ মুহূর্তে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আবদুল খালেক এবং বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন তারকা রাজনীতিকরা।
নির্বাচনকে সামনে রেখে খুলনায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের দিন ভোটকেন্দ্রসহ নগরীতে মোতায়েন করা হবে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ হাজারেরও বেশি সদস্য। পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও র‌্যাবের ১৪৬টি ভ্রাম্যমাণ দল শহরে টহল দেবে। ভৈরব নদেও টহল দেবে পুলিশের দু’টি টিম। থাকবেন ১৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
রাজশাহী: ১৮ দল সমর্থিত সম্মিলিত নাগরিক ফোরাম মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মাঠে নেমেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী আমিনুল হক, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু।
আওয়ামী লীগও পিছিয়ে নেই। মহাজোট সমর্থিত নাগরিক কমিটির মেয়রপ্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে জেতাতে কাজ করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া থাকছেন রাজশাহীর ৫টি আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। তারা বিভিন্ন সময়ে রাজশাহী এসে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
নির্বাচনের প্রচারণায় চমক হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী মমতাজ। মঙ্গলবার রাজশাহীতে আসছেন তিনি। নির্বাচন সুষ্ঠুভাবে করতে রাজশাহীতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন হবে।
 
সিলেট: সিলেটে নির্বাচনী প্রচারণা উত্তাল হয়ে উঠেছে। গোটা নগরীতে বিরাজ করছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা রাত দিন ছুটছেন ভোটারদের কাছে। প্রতিশ্রুতি দিচ্ছেন নগরীর উন্নয়নে কিছু করার।  ভোর থেকে গভীর রাত পর্যন্ত সরগরম সিলেট মহানগরী। নারীরাও নেমেছে নির্বাচনী প্রচারণায়।
নির্বাচনকে সামনে রেখে সিলেটে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের দিন নগরীতে র‌্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হবে। এছাড়া বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হবে।
 
বরিশাল: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের পক্ষে প্রচারণায় অংশ নিতে বরিশাল ছুটে গেছেন কেন্দ্রীয় নেতারা। তাদের উপস্থিতিতে বরিশাল বনে গেছে নেতাদের নগরী। কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ,তারুকদার মো. ইউনুস, বলরাম পোদ্দার প্রচার প্রচারণায় রয়েছেন দীর্ঘ দিন পর্যন্ত।
 
ঢাকা থেকে এসেছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, মাহাবুব উদ্দিন আহমেদ। এভাবে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে রাজনীতির পরিচিত মুখগুলো বরিশালে আসতে শুরু করেছে।
 
বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষে প্রচারণায় অংশ নিতে সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ এখন অবস্থান করছেন বরিশালে।
এদিকে বুধবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে লক্ষ্য করে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ করেছেন তিনি । এ সময় কামালের দেহরক্ষী হারুন আহত হন বলে জানা গেছে। তবে এ ঘটনার পর পুরো নগরী জুড়ে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।(ডিনিউজ)
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়