ঢাকা : ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রাপ্তিকে মানুষের মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অর্ন্তভুক্ত করার প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ স্টেকহোল্ডারদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি প্রয়োগে দুর্নীতি কমবে, সরকার জনগণের কাছাকাছি চলে আসবে। সেজন্য জনগণকে ফ্রি ইন্টারনেট সুবিধা প্রদান করতে হবে। এই ইন্টারনেট জনগণের অধিকার নিশ্চিত করে সরকারকে জনগণের কাছাকাছি নিয়ে আসবে। এ সময় অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ইন্টারনেটের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার রাজনৈতিক ঘোষণা দেয়ার পর মহাজোটের অনেকেই তা বোঝেননি উল্লেখ করে তিনি বলেন, মহাজোট নেতারা নির্বাচন ও পরবর্তী সময়ে ঘণ্টাব্যাপী বক্তব্য দিলেও তারা ১ মিনিটের জন্য ডিজিটাল বাংলাদেশের ব্যাখ্যা দেননি।
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।(ডিনিউজ)
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ স্টেকহোল্ডারদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি প্রয়োগে দুর্নীতি কমবে, সরকার জনগণের কাছাকাছি চলে আসবে। সেজন্য জনগণকে ফ্রি ইন্টারনেট সুবিধা প্রদান করতে হবে। এই ইন্টারনেট জনগণের অধিকার নিশ্চিত করে সরকারকে জনগণের কাছাকাছি নিয়ে আসবে। এ সময় অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ইন্টারনেটের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার রাজনৈতিক ঘোষণা দেয়ার পর মহাজোটের অনেকেই তা বোঝেননি উল্লেখ করে তিনি বলেন, মহাজোট নেতারা নির্বাচন ও পরবর্তী সময়ে ঘণ্টাব্যাপী বক্তব্য দিলেও তারা ১ মিনিটের জন্য ডিজিটাল বাংলাদেশের ব্যাখ্যা দেননি।
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।(ডিনিউজ)
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়