Thursday, June 13

শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে: আল্লামা শফী


চট্টগ্রাম : রাজধানীর শাপলা চত্বর থেকে গত ৫ মে হেফাজতে ইসলামের কর্মীদের সরানোর সময় 'গণহত্যা' চালানো হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের আমির শাহ আহমদ শফী। ওই ঘটনাতদন্তে গত এক মাসেও বিচার বিভাগীয় তদন্ত কমিটি না হওয়ায় বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

হেফাজত আমির বিবৃতিতে বলেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে, সেদিন মতিঝিলের শাপলা চত্বরে তেমন কিছুই ঘটেনি এবং এই ঘটনার মধ্য দিয়ে সরকার হেফাজতের আন্দোলন দমন করে ফেলেছে, হেফাজতের ১৩ দফা দাবিও চাপা পড়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে আর কখনো এমন ঘটনা ঘটেনি দাবি করে আহমদ শফী বলেন, কেবল মাত্র স্বাধীনতার আগে পাক হানাদার বাহিনী ২৫ মার্চের কালরাত্রে এমন বর্বর নৃশংস গণহত্যা চালিয়েছিল।
আহমদ শফীর বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা বারবার দাবি জানালেও ঘটনার 'নিরপেক্ষ' তদন্তে এখনো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়নি। এটা চরম উদ্বেগ ও হতাশাজনক। এত বড় ভয়াবহ' ঘটনার পর একটা স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারের নীরব ভূমিকা মানা যায় না বলে বিবৃতিতে মন্তব্য করেন হেফাজত আমির আহমদ শফী।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়