Sunday, June 2

সৌদিতে বৈধ হলেন ৩৮ হাজার বাংলাদেশি


ঢাকা : প্রবাসী শ্রমিকদের বৈধকরণে সৌদি সরকার সময় বাড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে থাকা বাংলাদেশের ৩৮ হাজারেরও বেশি শ্রমিক বৈধ হয়েছেন। এখন পর্যন্ত ১৬ হাজার জনকে নতুন পাসপোর্ট প্রদান এবং ১২ হাজার জনকে তাদের পাসপোর্ট নবায়ন করে দেয়া হয়েছে।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজম আল-ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি জানান, প্রবাসী শ্রমিকদের বৈধকরণে সৌদি সরকার সময় বৃদ্ধির ঘোষণা দেয়ার পরপরই কনস্যুলেট সৌদিতে থাকা বাংলাদেশ কমিউনিটিতে প্রয়োজনীয় সেবা প্রদান কার্যক্রম শুরু করে।

পাশাপাশি কনস্যুলেট সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নতুন নীতিমালা সংক্রান্ত নথিপত্র এবং এর অনুবাদ করা কপি বাংলাদেশ কমিউনিটিতে বিতরণ শুরু করে। কনস্যুলেট প্রতিদিন পাঁচ হাজার থেকে সাত হাজার আবেদনকারীকে সেবা দিচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, ২৩ মে কনস্যুলেট দুই হাজার ৩০০ জন আবেদকারীকে সেবা প্রদান করেছে। এরপর ২৫ মে তিন হাজার ৭০০ জন ও ২৬ মে চার হাজার ৮৩৩ জনকে সেবা দেয়া হয়েছে। সর্বশেষ ২৯ মে সেবা পেয়েছেন পাঁচ হাজার ২০০ জন আবেদনকারী।

তিনি বলেন, "সৌদি সরকারের দেয়া সোনালী এ সুযোগ গ্রহণে বিপুল সংখ্যক মানুষকে সহায়তা করতে আমরা তাদের সেবা দিয়ে যাচ্ছি এবং তাদের কাগজপত্র চূড়ান্ত করাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রতিদিন প্রায় ২৪ ঘণ্টাই কাজ করছি।"

বিবৃতিতে কনসাল জেনারেল সৌদি আরবে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের সেদেশের আইন মেনে চলার এবং সৌদিতে বসবাস ও কাজের অনুমতি সংক্রান্ত যেকোনো ধরনের অনিয়ম পরিহারের আহ্বান জানিয়েছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়