কুড়িগ্রাম: প্রতিবন্ধী নাগরিকদের প্রতি অবহেলা ও বৈষম্যমূলক আচরণ এবং মর্যাদার প্রতি সম্মান না দিয়ে দয়া ও করুনার দৃষ্টিতে বিবেচনা না করে সমঅধিকার-সমসুযোগ এবং সমঅংশগ্রহণ নিশ্চিত করতে তিন দফা দাবিতে সোমবার প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নাগরিক অধিকার পরিষদের আহবায়ক মোঃ আসাদুজ্জামান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, মোঃ তৈয়ব আলী, মোঃ ইব্রাহীম আলী, মালেকা খাতুন, আব্দুল হক খন্দকার প্রমূখ।
দাবিগুলো হলো- প্রতিবন্ধীদের জন্য একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ তাদের উন্নয়নে সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি আসন এবং স্থানীয় সরকারের সকল স্তরে দুইটি করে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা রাখা, দ্বিতীয়ত: জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রমে ১ ভাগ এবং সকল মন্ত্রণালয়ের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন নিশ্চিত করতে বরাদ্দ ব্যবস্থা রাখা এবং তৃতীয়ত: সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক বৈষম্যমুক্ত আইন প্রণয়ন।
সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি হিসেবে আগামি ৮ জুন কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১৫ জুন জেলার অধিকার বঞ্চিত ২২ হাজার প্রতিবন্ধীদের প্রতিনিধিদের গণঅনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়।(ডিনিউজ)
দাবিগুলো হলো- প্রতিবন্ধীদের জন্য একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ তাদের উন্নয়নে সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি আসন এবং স্থানীয় সরকারের সকল স্তরে দুইটি করে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা রাখা, দ্বিতীয়ত: জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রমে ১ ভাগ এবং সকল মন্ত্রণালয়ের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন নিশ্চিত করতে বরাদ্দ ব্যবস্থা রাখা এবং তৃতীয়ত: সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক বৈষম্যমুক্ত আইন প্রণয়ন।
সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি হিসেবে আগামি ৮ জুন কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১৫ জুন জেলার অধিকার বঞ্চিত ২২ হাজার প্রতিবন্ধীদের প্রতিনিধিদের গণঅনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়