Tuesday, June 4

তাইওয়ানের ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-এ অংশ নিল বাংলাদেশ

ঢাকা : বাংলাদেশ কম্পিউটার সমিতির ৩০ জন সদস্যের একটি প্রতিনিধিদল বিশ্বের অন্যতম প্রযুক্তি বান্ধব দেশ তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংশ্লিষ্ট প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-এ অংশগ্রহনের উদ্দেশ্যে গতকাল ২ জুন বাংলাদেশ হতে তাইওয়ানের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

বিসিএস প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান, বায়ারস নাইটস, বেস্ট চয়েজ এ্যাওয়ার্ডস অনুষ্ঠান, কম্পিউটেক্স তাইপে ফোরাম, প্রক্রিউরিমেন্ট মিটিং এবং মূল প্রদর্শনীসহ বিভিন্ন সেমিনার, গ্রুপ ভিত্তিক, বিজনেস-টু-বিজনেস, ওয়ান-টু-ওয়ান আলোচনায় অংশগ্রহণ করবেন।

এসবের মধ্য দিয়ে তাঁরা তাইওয়ানের বিনিয়োগকারী শিল্পোদ্যোক্তা ও আইসিটি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ, আইসিটি শিল্প কারখানা স্থাপন এবং নতুন প্রযুক্তি পণ্যের ব্যবসার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের জন্য আহ্বান জানাবেন।

প্রতিনিধি দলটি সেখানে ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার প্রচার-প্রচারণা চালিয়ে এ কর্মসূচিতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের এগিয়ে আসার আহবান জানাবেন।

(ডিনিউজ)
তাইওয়ান এক্সটারন্যাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্র্যা) ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-তে বিসিএস প্রতিনিধি দলের অংশগ্রহণে সহায়তা প্রদান করছে।

প্রসঙ্গত, উক্ত প্রদর্শনী তাইওয়ানের তাইপে নগরীতে ৪-৮ জুন ২০১৩ তারিখ পর্যন্ত চলবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়