শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের নর বেড়া চিকন্দী গ্রামের মো. মোজাম্মেল খানের ছেলে লিংকন খানের (১৮) হত্যাকারী খুনি সোহাগ, বাবলু ও বাবুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ডোমসার ও বেড়া চিকন্দী এলাকাবাসী। এছাড়া তারা এই নৃশংস হত্যার দৃষ্টান্ত মূলক বিচার দাবীতে জেলা প্রশাসক বরবারে স্বারকলিপি প্রদান করেন। রবিবার সকালে ডোমসার ইউনিয়ন থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে পালং থানার সামনে এসে হত্যাকারীদের ফাঁসি দাবী করেন। এসময় পুলিশের সুষ্ঠু বিচারের আশ্বাসে তারা থানা ত্যাগ করে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে তারা এই নৃশংস হত্যার দৃষ্টান্ত মূলক বিচার দাবীতে জেলা প্রশাসক বরবারে স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ডোমসার ও বেড়া চিকন্দী এলাকাবাসীর পক্ষে সিরাজুল ইসলাম খান, আলী হোসেন খান, মো. খলিলুর রহমান, মো. আতাহার আলী, আবু আলম সিকদার ও নিহতের পিতা মো. মোজাম্মেল খান প্রমুখ।
উল্লে¬খ্য, গত ২৫ জুন (মঙ্গলবার) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বেড়া চিকন্দী গ্রামের মো. মোজাম্মেল খানের ছেলে লিংকন খানকে তাহার ব্যবহৃত একটি মোটর সাইকেল ছিনতাইদের উদ্দেশ্যে তাকে প্রলোভন দিয়া বাড়ী থেকে এনে নির্মম ভাবে হত্যা করে বিনোদপুরের রাস্তার পাশের পাট ক্ষেতে ফেলে হত্যাকারীরা মটর সাইকেল নিয়ে যায়। সোহাগ ও বাবলুর স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক ঘটনার ৪ দিন পর লিংকর খানের লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে নিহতের পিতা মো. মোজাম্মেল খান বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৩, তাং ২৮/৬/১৩ ইং, জি.আর. ১৯২/১৩। (ডিনিউজ)
উল্লে¬খ্য, গত ২৫ জুন (মঙ্গলবার) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বেড়া চিকন্দী গ্রামের মো. মোজাম্মেল খানের ছেলে লিংকন খানকে তাহার ব্যবহৃত একটি মোটর সাইকেল ছিনতাইদের উদ্দেশ্যে তাকে প্রলোভন দিয়া বাড়ী থেকে এনে নির্মম ভাবে হত্যা করে বিনোদপুরের রাস্তার পাশের পাট ক্ষেতে ফেলে হত্যাকারীরা মটর সাইকেল নিয়ে যায়। সোহাগ ও বাবলুর স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক ঘটনার ৪ দিন পর লিংকর খানের লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে নিহতের পিতা মো. মোজাম্মেল খান বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৩, তাং ২৮/৬/১৩ ইং, জি.আর. ১৯২/১৩। (ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়