রাজশাহী: ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার আরও এক নেতাকে আটক করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় বিশ্ববিদ্যালয় শিবিরের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক জিয়াউদ্দিন হাসিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জুন ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই নেতার খোঁজ বের করতে ঢাকায় যান রাবি শিবিরের আইন ও কল্যাণ সম্পাদক ও রাবির আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুস সালাম।
বুধবার সন্ধ্যায় ঢাকার গুলশান থানার সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে শিবিরের ওই নেতার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিসত্বর শিবিরের আটক নেতাদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২৪ জুন ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সোমবার সন্ধ্যায় ঢাকার শাহজাদপুরের পিপলস ইউনিভার্সিটির সামনে থেকে সাংগঠনিক কাজে রাবি শিবিরের আন্দোলন বিষয়ক সম্পাদক আজিজুর রহমান ও বায়তুলমাল (অর্থ) সম্পাদক তাজামুল আলীকে সাদা পোশাকধারী (ডিবি) পুলিশ আটক করে। আটক নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে বৃহস্পতিবার হরতাল পালন করেছে সংগঠনটি।
বাংলামেইল২৪ডটকম
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়