Sunday, June 2

ধরা খেলেন ওবামা!


ওয়াশিংটন: বউকে ভয় পান না এমন বিবাহিত পুরুষের সংখ্যা হাতেগোনা৷ খোদ মার্কিন প্রেসিডেন্টও যে এর ব্যতিক্রম নন, তার প্রমাণ নিজেই দিয়ে দিলেন হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে৷

বারাক ওবামার সাদা কলারে লেগেছিল লাল লিপস্টিকের দাগ! এই নিয়ে ফার্স্ট লেডির সঙ্গে কোনও রকম ভুল বোঝাবুঝি বা অশান্তি যাতে না হয়, তার জন্য আগেভাগে জনসমক্ষেই মুখ খুললেন তিনি৷

হোয়াইট হাউসে এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্সদের অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়েই ওবামার এই মজাদার মন্তব্য৷ অনুষ্ঠানে উপস্থিত কমপক্ষে ৩০০ জন ইন্দো-আমেরিকান দর্শকের উষ্ণ অভ্যর্থনা সাদরে গ্রহণ করে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ‘আপনাদের উষ্ণতার ছোঁয়া দেখুন আমার জামার কলারেও লেগে আছে৷’ ওবামার এমন মন্তব্যে স্বাভাবিক ভাবেই হাসির ঢেউ ওঠে দর্শক মহলে৷

যেকোনোও অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ওবামার হাসিঠাট্টা করার অভ্যাস মার্কিন মহলে মোটেই অপরিচিত নয়৷ এমনকি নানান মাধ্যমের সৌজন্যে ওবামার এই ‘গুণ’ সম্পর্কে আন্তর্জাতিক দুনিয়াও জানে৷

একাধিক বার মিশেলের সঙ্গে তার দাম্পত্য প্রেম নিয়ে বিভিন্ন সরস মন্তব্য করেছেন আমেরিকার প্রথম নাগরিক৷ এ দিনের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি৷ বক্তব্য রাখতে গিয়ে সহাস্য প্রেসিডেন্টের রসিক মন্তব্য, ‘আমি কিন্তু জানি এই দুষ্কর্মটি কার! জেসিকা স্যানচেজ কোথায়? (জেসিকা ১১তম আমেরিকান আইডলের দ্বিতীয় স্থানাধিকারী) তবে লিপস্টিকের এই দাগটা অবশ্য জেসিকার ঠোঁটের নয়৷ এই দুষ্কর্ম তার কাকিমার৷ কোথায় তিনি?’ ওবামার এই প্রশ্নে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন জেসিকার কাকিমা৷

এখানেই শেষ নয়৷ নিজের কলারের দাগটি দর্শকদের স্পষ্ট করে দেখিয়ে ওবামা বলেন, ‘ভালো করে দেখুন, দেখুন একবার অবস্থাটা৷ সকলে এর সাক্ষী রইলেন কিন্তু৷ আমি চাই না এই নিয়ে মিশেলের সঙ্গে আমার কোনও ঝামেলা হোক৷ তাই এই লাল ঠোঁটের অধিকারিণীর নাম সকলের সামনেই প্রকাশ করলাম৷

মার্কিন প্রেসিডেন্টের এই সরস মন্তব্যে ততক্ষণে হেসে খুন দর্শকরা৷ এ তো গেল উপস্থিত দর্শকদের কথা৷ কিন্তু আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রতিক্রিয়া? এই দাম্পত্য মান-অভিমানের প্রতিক্রিয়া গোপনে থাকাই ভালো নয় কি?(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়