Saturday, June 1

আইন প্রতিমন্ত্রীকে ‘চরম বেয়াদব’ বললেন খোকা


ঢাকা : বেয়াদব মন্ত্রীরা ক্ষমতায় থাকতে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো হবে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে ‘চরম বেয়াদব’ আখ্যায়িত করে তিনি বলেন, তারা একেক সময় একে কথা বলে। এসব বেয়াদব মন্ত্রী ক্ষমতায় থাকতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে না।

শনিবার সন্ধ্যায়  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে পথহারা পথিক বলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত ২০ বছরের রাজনীতির ইতিহাসে বিএনপি ভাল অবস্থানে আছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রের পথে আসুন। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করুন। এমন কাজ করবেন না, যাতে আগামী ২১শ বছরেও ক্ষমতা আসতে না পারেন। তাহের হত্যার জন্য জিয়াকে দায়ী করার সমালোচনা করে ঢাকার সাবেক এ মেয়র বলেন, কর্নেল তাহের হত্যার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দায়ী করা উচিত। কারণ ইনুরা কর্নেল তাহেরকে ভ্রান্ত রাজনীতিতে নামতে উদ্বুদ্ধ করেছিলেন।

আলোচনা সভায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উপস্থিত থাকলেও কোন বক্তব্য দেননি। তিনি দর্শক সারিতে বসেছিলেন। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়