Monday, May 6

মাগুরা পৌরসভা উপনির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

মাগুরা : সোমবার অনুষ্ঠিত মাগুরা পৌর মেয়র পদে উপনির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবাল আখতার খান কাফুর তালা প্রতীক নিয়ে ১৪৭৩৬ ভোট পেয়ে বিজয়ী  হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত খুরশিদ হায়দার টুটুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪৭৮ ভোট।

এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তপন কুমার রায় চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯২৭ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী ড. মাহবুবুল হক সিদ্দিকী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৯৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. হাসান সিরাজ সুজা টেলিভিশন প্রতীক নিয়ে ৪১৪৭ ভোট পেয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার  এ কে এম তারেক সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহমদ উপস্থিত ছিলেন। 

নির্বাচনে ৬১ হাজার ৫০২টি ভোটের মধ্যে  ৪২ হাজার ৪০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি মাগুরা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়