Monday, May 6

ভালুকায় দুটি বিদ্যালয় ভবনে ফাটল : আতঙ্কে ছাত্রীরা

ময়মনসিংহ : ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের সিদ্দিকা ফিরোজা আখতার বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি পাকা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে সাভারের রানা প্লাজার ৯ তলা ভবন ধসের ঘটনায় ওই বিদ্যালয়ের ছাত্রীরা আতঙ্কে স্কুলমুখী হচ্ছে না। এতে করে ওই বিদ্যালয়ে পাঠদান ব্যাহত ও সুষ্ঠু পরিবেশ বিঘিœত হচ্ছে।
জানা যায়, উপজেলার পুরুড়া গ্রামের সিদ্দিকা ফিরোজা আখতার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ শত জন ছাত্রী অধ্যয়ন করছে। বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতিও ছিল ব্যাপক। পাঠদানেও কোন ত্র“টি ছিল। কিন্তু সম্প্রতি রানা প্লাজা ভবন ধসের ঘটনা গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় হতাহতের খবর দেখে ওই বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে ওই বিদ্যালয়ের ছাত্রীরা ভয়ে ক্লাসে অংশ নিচ্ছেনা। এতে এলাকার অভিভাবক মহল তাদের শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। পাশাপাশি ওই বিদ্যালয়ের শিক্ষকরাও প্রতিনিয়ত ভবন ধসের আতঙ্কে ভোগছেন।
এ ব্যাপারে পুরুড়া সিদ্দিকা ফিরোজা আখতার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহার হোসাইন জানান, বর্ষাকালে বিদ্যালয় ভবন দুইটির ছাদ চুয়ে ক্লাশে পানি পড়ে। এ ছাড়া ভবনের চতুর দিকে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি বিভিন্নস্থানে পাকা ভবন ধসের করুণ পরিনতির কথা শুনে অনেক ছাত্রীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। যার ফলে বিদ্যালয়ে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘিœত হচ্ছে। এ ব্যাপারে তিনি সরজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়