Monday, February 18

:: কানাইঘাটে বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জন জীবন অতিষ্ঠ ::

নিজাম উদ্দিন:
পল্লী বিদ্যুতের চরম খামখেয়ালিপনায় কানাইঘাটে ভোক্তভোগী ও বিদ্যুৎগ্রাহকরা অতিষ্ট হয়ে উঠেছেন। কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে ৪/৫দিন বিদ্যুৎ থাকে না। রাতের বেলায় অধিকাংশ এলাকায়ও একাধিকবার লোডশেডিং হচ্ছে । বিশেষ করে কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই দিনের বেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা বাণিজ্যে চরম ধ্বস নেমেছে। সরকারী অফিস, ব্যাংক, বীমা এবং ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ লাইন মেরামত হচ্ছে ও সিলেট কুমারগাঁও থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এ অজুহাত দেখিয়ে কানাইঘাট পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জনসাধারণের বিড়ম্বনার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অতীতে বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার বিষয়টি উপজেলা সদরে মাইকিং করে জনসাধারণকে  অবহিত করা হলেও বর্তমানে সপ্তাহে ৪/৫ দিন  অধিকাংশ সময় টানা লোডশেডিং হলেও এ ব্যাপারে জনসাধারণকে কোন ধরণের অবহিত করা হচ্ছে না। ফলে প্রশাসনিক দাপ্তরিক সেবা নিতে এসে চরম ভোগান্তির পোহাতে হচ্ছে ভুক্তভোগীদের। এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের লেখাপড়াও চরম ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ গ্রাহকরা জানিয়েছেন কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে নতুন ডিজিএম আবুল কালাম আজাদ যোগদানের পর থেকেই পল্লীবিদ্যুৎ অফিস ফ্রি স্টাইলে চলছে। গ্রাহকদের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করে থাকেন তিনি। বিদ্যুতের চরম লোডশেডিংয়ের ঘটনায় অনেকে আঙ্গুল তুলেছেন তার দিকে। বিদ্যুৎ অফিসে এসে নতুন গ্রাহকরা সেবা নিতে এসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই অফিসের নির্দিষ্ট মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়। ডিজিএম’র নাম্বার বন্ধ থাকে, অনেক সময় খোলা থাকলেও ফোন দিলে তিনি রিসিভ করেন না এ ধরণের বহু অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ডিজিএম আবুল কালাম আজাদের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার পর ফোন রিসিভ করেন তিনি। বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়টি জানতে চাইলে তিনি ‍‍"কানাইঘাট নিউজকে" জানান, বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ চলছে। টানা লোডশেডিংয়ের বিষয়টি জানতে চাইলে তিনি কোন সদুত্তোর না দিয়ে বলেন আমাদের দোষ নেই, কুমারগাঁও থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ফলে লোডশেডিং হচ্ছে। অচিরে এ সমস্যাটি কেটে যাবে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়