Monday, February 18

::কানাইঘাটে পুলিশের সাথে জামায়াত শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ গ্রেফতার ৬ ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের সড়কের বাজার ঈদগাহ এলাকায় হরতালকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পিকেটারদের ইট পাটকেলের আঘাতে কানাইঘাট থানা পুলিশের এক এসআইসহ দুই কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা শর্টগানের গুলি বর্ষণ করলে ঈদগাহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৩ জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার এবং কানাইঘাট বাজারে এক অভিযান চালিয়ে আরো ৩ জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় ৬৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫০-৩০০ জামায়াত শিবির কর্মীকে আসামী করে পুলিশ এসল্ট মামলা আজ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াত শিবিরের নেতাকর্মীরা সিলেট-জকিগঞ্জ সড়কের ঈদগাহ মাদ্রাসার পাশে রাস্তা অবরোধ করে পিকেটিং করলে সকাল ১১টায় পুলিশ রাস্তার অবরোধ তুলতে গেলে পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় কানাইঘাট থানার এস.আই. বশির সহ ৩ পুলিশ আহত হয়। এক পর্যায়ে পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে ১৩ রাউন্ড ফাকা শর্টগানের গুলিবর্ষণ করে। এছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা আজ গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট ও সড়কের বাজার, গাছবাড়ী বাজারসহ কয়েকটি স্থানে  পিকেটিং মিছিল করতে দেখা গেছে। হরতাল চলাকালে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক। অপরদিকে কানাইঘাট বাজারে হরতালকারীরা হরতালের সমর্থনে কোন ধরনের মিছিল পিকেটিং করতে পারেনি। পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পৌর শহরে হরতাল বিরোধী তৎপরতা চালাতে দেখা গেছে। এব্যাপারে থানার ওসি আব্দুল হাইর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঈদগাহ এলাকায় পিকেটাররা রাস্তা অবরোধ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করলে পুলিশ বাধা দিলে পিকেটাররা পুলিশের উপর হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়