উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ,উস্তাদুল মুহাদ্দিসীন ও মুফাসসিরীন ফকিহুল মিল্লাত কালজয়ী বিরল ব্যক্তিত্ব আল্লামা মুশাহিদ বায়মপুরী(রহঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত, লাখো লাখো মুসলিম জনতার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদীস কানাইঘাট মাদরাসার বার্ষিক ইসলামী মহা-সম্মেলন আগামী ২০শে ফেব্রুয়ারি বুধবার, সকাল ১০.০০ ঘটিকা হতে পরদিন সকাল পর্যন্ত মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, মাদরাসার আঙ্গিনায় যুগ শ্রেষ্ঠ ওলী আল্লামা মুশাহিদ বায়মপুরীর সমাধি থাকার সুবাধে প্রতি বছর বার্ষিক মাহফিলে মাজার যিয়ারতের উদ্দেশ্যে লক্ষ লক্ষ জনতার সমাগম ঘটে। ধারণা করা হচ্ছে এ বছরও লাখো লাখো জনতার মহা মিলন ঘটবে ইনশাআল্লাহ। এদিকে মাদরাসার এ বার্ষিক মাহফিলকে সফল ও সার্থক করে তোলার জন্য জামেয়ার প্রিন্সিপাল আলিমকুল শিরোমনী আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী দেশের সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।(বিজ্ঞপ্তি)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়