Wednesday, January 2

!! কানাইঘাট উপজেলার হালনাগাদ ভোটার তালিকার খছড়া প্রকাশ !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ২০১২ সালের হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ বুধবার প্রকাশ করা হয়েছে। ৯মাস ধরে ভোটার তালিকা হালনাগাদ করার পর আজ দেশব্যাপী ভোটার
তালিকা খছড়া প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মোহাম্মদ রায়হান শাহরিয়ার বিন খলিল স্থানীয় সাংবাদিকদের জানান, উপজেলার হালনাগাদ ভোটার তালিকার খছড়া প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট ভোটার এলাকার পৌরসভা এবং ইউনিয়ন অফিস কার্যালয়ে এ সংক্রান্ত তথ্য সাঁটানো হয়েছে। ১৭জানুয়ারী দাবী, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ, তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০জানুয়ারী পর্যন্ত সংশোধনকারী কর্তৃক দাবী, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্ত সমূহের নিষ্পত্তির নির্ধারণ এবং ২৭ জানুয়ারী পর্যন্ত দাবী, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের উপর সিন্ধান্ত গ্রহন শেষে ৩১ জানুয়ারী হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ ব্যাপারে কাহারো কোন অজোর আপত্তি থাকলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচন অফিসার শাহরিয়ার বিন খলিল আরো জানান আগামী ফেব্রুয়ারী মাস থেকে যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে সেইসব ভোটাররা ঢাকায় নির্বাচন কমিশন ইসির কার্যালয়ে না গিয়ে এখান থেকে সংশ্লিষ্ট থানায় জিডি করে উপজেলা নির্বাচন অফিস থেকে তাদের ভোটার আইডি কার্ডের সেবা গ্রহন করতে পারবেন। সেই সাথে হালনাগাদ তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকায় অন্তরভূক্তি হতে হলে বাবা মায়ের ভোটার আইডি কার্ড এবং জন্ম সনদ নিয়ে নির্বাচন অফিস বরাবরে আবেদন করলে ভোটার তালিকায় অর্ন্তভুক্তি হতে পারবেন।






শেয়ার করুন

2 comments:

  1. আব্দুল্লাহ আহমদ

    ReplyDelete
  2. কানাইঘাট পৌরসভা ২০২১

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়