জেলা আ’লীগের অন্যতম নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম.এ মুমিন চৌধুরীর মালিকানাধীন কানাইঘাট রায়হান ব্রিক ফিল্ডস থেকে গত বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে নিজ বাড়ীতে সাইকেল যোগে ফেরার পথে মুমিন চৌধুরীর ভাগ্না গুলজার আহমদ (৩০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্ত চক্র। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ আব্দুল গণি নামে এক যুবককে আটক করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মুমিন চৌধুরীর ব্রিক ফিল্ডস থেকে প্রতিদিনের ন্যায় তার ভাগ্না পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত মাষ্টার সিরাজ উদ্দিনের পুত্র গুলজার আহমদ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে মহেষপুর গ্রামের আব্দুস সালামের বাড়ীর পার্শ্বে আসামাত্র ৪/৫ জনের অস্ত্রধারী একদল যুবক তার পথরোধ করে সাথে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। গুলজার আহমদ ছিনতাইকারীদের মধ্যে ২ জনকে চিনতে পারায় এক পর্যায়ে তারা গুলজার আহমদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে কয়েকজন পথচারী ও তার স্বজনরা খবর পেয়ে আহত গুলজারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন। গুলজারের শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে তার মামা আব্দুর রব জানিয়েছেন। এদিকে থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে মহেষপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল গণিকে আজ আটক করেছে। এ ঘটনায় থানায় আহতের পরিবারের প থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, গত ২ বছরে মহেষপুর-দুর্লভপুর রাস্তায় এ ধরণের ঘটনার শিকার হয়েছেন ৩/৪ জন ব্যবসায়ী।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়