মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাকর্মীরা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ ১০ জনকে আটক করে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সংঘর্ষ চলছিল।সর্বশেষ বিজয়নগর হোটেল একাত্তরের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে।
সোমবার রাতে নেত্রকোনা জেলায় ছাত্রলীগ-যুবলীগের হামলায় বিএনপি কার্যালয় ভাংচুর ও মঙ্গলবারের সেখানে বিএনপির কর্মী সমাবেশ পণ্ড হওয়ার ঘটনার জের ধরে পল্টনের এ ঘটনা ঘটেছে।
পুলিশের মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির কথা বলে বিএনপি গাড়িতে আগুন দেয় ও ভাংচুর চালায়। এ কারণে ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্ন্ত সেখানে পুলিশ থাকবে বলে তিনি জানান।ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়