কানাইঘাটে ভূমি অফিসের সার্ভেয়ার ও তহশীলদার লাঞ্ছিত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় পক্ষে বিপক্ষে গত রোববার মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে স্থানীয় বড়চতুল ঈদগাহ বাজারে স্থানীয় সর্বস্তরের জনতার ব্যানারে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর ব্যানারে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও বড়চতুল ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে লাঞ্ছিত করার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী যুবলীগ নেতা মীর মোঃ আব্দুল্লাহ সহ অন্যদের দ্রুত গ্রেফতারের দাবীতে সর্বস্তরের জনতার ব্যাপারে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রোববার বাদ মাগরিব বড় চতুল ঈদগাহ বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বড় চতুল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল আহমেদ। ছাত্রলীগ নেতা মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান হামিদুল হক, ওমর ফারুক চৌধুরী, তোতা মিয়া, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, সামসুল হক মাষ্টার, মুশাইদ আলী, নুরুল হক, মখাই মেম্বার, খয়রুল হক চৌধুরী, থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা আশিক আহমদ প্রমুখ। সভায় বক্তারা ভূমি অফিসের দুই কর্মকর্তাকে লাঞ্ছিতকারী অপরাধীদের বাঁচাতে এলাকাবাসীর ব্যানারে যারা সাফাই গাইদে তাদের কথায় কান না দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। এদিকে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কমীর মোঃ আব্দুল্লাহসহ আরো ৩ জনকে এ ঘটনায় আসামী করে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বড়চতুল ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুবশ্বির আলী চাচাই ইসলাম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা মাস্টার নুর উদ্দিন, আতাউর রহমান বাবুল, চতুল বাজার ব্যবসায়ী সমিতির আব্দুর রশিদ, সেক্রেটারী সুলতান করিম, জাতীয় পার্টির নেতা শামীম উদ্দিন, জাসদ নেতা দেলওয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা কাওছার আহমদ, শাহাব উদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ সার্ভেয়ার ও তহশীলদারের বিরুদ্ধে কথা বলায় যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। একশ্রেণীর দালালরা দুর্নীতিবাজাদের পক্ষে কথা বলছেন। বক্তারা এদের প্রতিহত করার আহবান জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়