Thursday, October 25

যুক্তরাষ্ট্রে আড়াই হাজার মসজিদে ঈদ জামাত

শুক্রবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ-উল-আযাহা। ঈদের জামাতের জন্য আড়াই হাজার মসজিদে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা, মুসলিম আমেরিকান সোসাইটি ও কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সসহ মুসলমানদের বিভিন্ন সংগঠন থেকে জানানো হয়, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিশিগান, ওয়াশিংটন, টেক্সাস, অরেগন, ফ্লোরিডা, ওয়াশিংটন, নিউজার্সি, পেনসলিভেনিয়া, ম্যাসেচুসেট্স, ইলিনয়, ওহাইয়ো, ক্যানসাস, কানেকটিকাট প্রভৃতি অঙ্গরাজ্যে আড়াই হাজারের বেশি মসজিদের ব্যবস্থাপনায় প্রায় ৫ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে নিউইয়র্ক অঞ্চলে বাংলাদেশিদের বড় ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হবে জ্যামাইকার মুসলিম সেন্টার, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্র�কলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার এবং ম্যানহাটানে মদিনা মসজিদ, শাহজালাল মসজিদ ও গাউসিয়া মসজিদের ব্যস্থাপনায়।

বেশ কয়েকটি স্থানে প্রকাশ্য ময়দান অথবা প্রশস্ত রাস্তার ওপর জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও সংস্থাগুলো জানিয়েছে।

ঈদ উপলক্ষে অভিবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে যারা যুক্তরাষ্ট্রে বাস করছেন তাদের প্রায় সবাই কোরবানি দিচ্ছেন। বিভিন্ন গ্রোসারি শপে ধর্মীয় পদ্ধতিতে পশু জবাইয়ের পর তার মাংস ঈদের দিন রাত এবং পরদিন সরবরাহ করা হবে।ফেয়ার নিউজ




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়