Wednesday, October 24

কানাইঘাটে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা কানাইঘাটের ২৮টি পূজামন্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পুজোর শেষ দিনে দেবী দূর্গার সান্নিধ্য লাভ করার জন্য ধর্মীয় আরাধনাসহ মন্ডপে মন্ডপে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের ঢল নামে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শোকাবহ ও ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে ভক্তানুরাগীরা মা দূর্গাকে কানাইঘাট সুরমা নদীতে বিসর্জন দেন। এ দিকে দূর্গোৎসবের দশমীতে হিন্দু সম্প্রদায়ের সাথে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, নবগঠিত উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, এড. আব্দুস সাত্তার, কানাইঘাট প্রেসকাব নেতৃবৃন্দ, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি প্রভাতী রানী দাস। এছাড়া পুজোমন্ডপগুলো ঘুরে সার্বিক আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, ওসি (তদন্ত) মহসিন আলম । এদিকে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে কোন ধরণের অনাকাংঙ্খিত ঘটনা ছাড়াই দূর্গাপুজা সম্পন্ন হওয়ায় কানাইঘাট পুজা উদ্যাপন পরিষদের সভাপতি মাষ্টার সুদ্বিপ্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাষ্টার সলীল চন্দ্র দাস, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়