Tuesday, October 16

কানাইঘাট থানা পুলিশের হাতে ডাকাত কালা মিয়া ও তার পুত্র গ্রেফতার

কানাইঘাট থানা পুলিশ গত রবিবার রাতে উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের বাউরভাগ গ্রামে এক অভিযান চালিয়ে গ্রামের মৃত কোরবান আলীর পুত্র পেশাদার ডাকাত কালা মিয়া (৫০) ও তার পুত্র মিজানুর রহমান (২০) কে গ্রেফতার করেছে। সম্প্রতি বাউরভাগসহ আশ পাশ গ্রামে একাধিক চুরির ঘটনা ঘটলে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়। পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরির ঘটনার রহস্য উদঘাটন করতে এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করে। মোবাইল ফোনের কল লিষ্টের সূত্র ধরে একাধিক চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অপরাধে ডাকাত কালা মিয়া ও তার পুত্র মিজানুর রহমানকে গত রবিবার রাত ৩টার দিকে নিজ বাড়ীতে অভিযান চালিয়ে থানার এস.আই. জাহিদ পিতা পুত্রকে গ্রেফতার করেন। প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে কালা মিয়া চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য একটি চুরির মামলার এফ.আই.আর ভুক্ত আসামী দেখিয়ে কালা মিয়া তার পুত্রকে সোমবার আদালতে সোপর্দ করে সাতদিনের পুলিশ রিমান্ড চেয়েছে।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়