সাপ্তাহিক অপূর্ব সিলেট পত্রিকায় ‘প্যাকেজ কোচিং এর নামে গাছবাড়ী আইডিয়্যাল কলেজের এক শিক্ষকের উপরি আয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার আইডিয়্যাল কলেজের শিক্ষার্থীরা উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে গাছবাড়ী বাজারে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন ও গাজী বোরহান উদ্দিন সড়ক অবরোধ করে পত্রিকার কপি আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের ইংরেজী বিভাগের শিক এম.এ রবের বাসায় কোচিং এর নামে বিশেষ কাস বসিয়ে বাণিজ্য করা হচ্ছে শিরোনামে সাপ্তাহিক অপূর্ব সিলেট পত্রিকায় বিস্তারিত সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানে শিার্থীরা সকাল ১১টা থেকে সাড়ে ১২পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন রাস্তা অবরোধ করে রাখে। শিক এম.এ রবের নেতৃত্বে শিক্ষার্থীরা সকাল ১১টায় কলেজ ফটকে পত্রিকার কয়েকটি কপি আগুনে পুড়িয়ে দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গাছবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে এক পথসভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্র সুলেমান ও বিলাল। তারা সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদকের শাস্তি দাবী করে। এসময় কলেজ ফটকের সম্মুখে শিক্ষার্থীরা টায়ারে আগুন দিয়ে কানাইঘাট-গাছবাড়ী সড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল শুরু হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ ব্যাপারে গাছবাড়ী আইডিয়্যাল কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক এম.এ রবের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমাকে জড়িয়ে পত্রিকায় যে সংবাদটি ছাপা হয়েছে তা সত্য নয়। আমির নিষেধ দেওয়া সত্বেও আমার বাঁধা নিষেধ উপো করে ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে। এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবিএম ফজলে হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোচিংয়ের বিষয়টি সম্বন্ধে কিছুই জানি না। কলেজের ছাত্ররা আজ বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি। বিস্তারিত এখনও জানতে পারিনি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়