বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ মঙ্গলবার কানাইঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কানাইঘাট উপজেলা ছাত্রশিবির। বিকেল সাড়ে ৫টায় কানাইঘাট পূর্ব বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দক্ষিন বাজারে এক সমাবেশে মিলিত হয়। শিবির নেতা জুবায়ের আহম ইউসুফের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিবির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, অর্থসম্পাদক সালমান আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাকিল, পৌর শাখার সভাপতি ইকবাল আহমদ, শিবির নেতা মাহবুবুল আলম বাবুল, কামাল উদ্দিন, মাসুক আহমদ জুবায়ের, শাখাওয়াত হুসাইন সাজু প্রমুখ। বক্তারা বলেন, আ’লীগ সরকার জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখে দূর্নীতির মহোৎসবে মেতে উটেছে। এবার তারা দেশের মেধাবী ছাত্রসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সময় এসেছে দলমতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সৈরাচারী সরকারের পতন নিশ্চিত করার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়