Sunday, September 30

কানাইঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্টানের ৫টি কম্পিউটার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বিত্তরা

কানাইঘাট ডিগ্রি কলেজের কম্পিউটার ল্যাব থেকে ৪টি কম্পিউটার অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। শুক্রবার রাতে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্য শামসুল আলম মামুন অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শুক্রবার কলেজ বন্ধ ছিল। শনিবার যথারীতি কাশ শুরু হয়। এ সময় কম্পিউটার ল্যাবে কাস নিতে গিয়ে দেখা যায়, ল্যাবের দরজা ভেঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক সরবরাহকৃত কলেজের ২ ল টাকা মূল্যের ৪টি কম্পিউটার অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্য শামসুল আলম মামুন বাদী হয়ে কানাইঘাট থানায় গতকাল অজ্ঞাতনামাদের আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে গত শনিবার গভীর রাতে কানাইঘাট জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের কমন রুমে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ছিটকে চোরেরা একটি ল্যাপটপ এবং নগদ ২৫হাজার টাকা ও স্কুলের আনুসাঙ্গিক কাগজপত্র নিয়ে গেছে বলে স্কুলের প্রধান শিক সিব্বির আহমদ জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়