৭১-এর মানবতা ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার পৌর শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী পয়েন্টে পথসভায় মিলিত হয়। ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা আজমল হোসেনের সভাপতিত্বে ও দেলোওয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, প্রধান বক্তা ছিলেন ল’কলেজ ছাত্রলীগ নেতা এম মস্তাক আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু ইসহাক পান্না, জমির উদ্দিন, আহমদ সুলেমান, সুকান্ত দাস সুমন, সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য মামুন রশিদ রাজু, ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন রাজু, ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, গাছবাড়ী আইডিয়্যাল কলেজ ছাত্রলীগ সভাপতি বিলাল আহমদ, ছাত্রলীগ নেতা শহিদ আহমদ, মাশেদ, আনোয়ার, আবুল হোসেন, আতাউর প্রমুখ। সভায় বক্তারা বলেন, ৭১-এর মানবতা ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়