Tuesday, August 28

কানাইঘাটে রোড পারমিটবিহীন অটোরিক্সার ছড়াছড়ি

কানাইঘাটে প্রভাবশালী সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীর নামে রোড পারমিট বিহীন অটোরিক্সা (সি.এন.জি) গাড়ী আমদানি করে জমজমাট সুদী ব্যবসা চালিয়ে যাচ্ছে। সিলেটের কানাইঘাট সহ বিভিন্ন উপজেলায় গত ৩বছর ধরে নতুন করে অটোরিক্সার রোড মারমিট সরকারীভাবে বন্ধ থাকায় শক্তিশালী এ সিন্ডিকেট চক্র অবৈধভাবে রোড পারমিটবীহিন গাড়ি সিলেট সহ দেশের বিভিন্ন শো-রুম থেকে ৪ল টাকা দিয়ে কিনে এনে পরবর্তীতে ১৫০/- স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে বিভিন্ন জনের কাছে অগ্রিম এক ল টাকা এবং ২০/২৪ কিস্তির মাধ্যমে ৫-৬ল ধার্য্য করে বিক্রি করে থাকেন। বিভিন্ন সূত্র থেকে জানাগেছে আল ইখ্ওয়ান ও আন্-নূর প্রপার্টিজ এর নামে সিন্ডিকেট চক্র গড়ে তুলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে কানাইঘাট সহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন রোডে এ পর্যন্ত প্রায় ২শতাধিক অটোরিক্সা গাড়ি আমদানি করে নাম্বার বিহীন অবস্থায় বিক্রি করেছেন। রোড পারমিট বিহীন এসব গাড়ী প্রকাশ্যে রাস্তায় যাতায়াত করলেও রহস্যজনক কারনে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেন না বলে জানা গেছে। একাধিক অটোরিক্সা চালকের সাথে কথা বলে জানা যায়, তারা মটর যান আইনের সব ধরনের বৈধ কাগজ পত্র থাকা স্বত্ত্বেও ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন অযুহাতে উৎকোচ নিয়ে থাকেন। কিন্তু প্রকাশ্যে অবৈধ নাম্বার বিহীন দুই শতাধিক অটোরিক্সা রাস্তায় দিব্বি চললেও এসব অটোরিক্সার বিরুদ্ধে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা বা মোবাইল কোর্ট পরিচালনা না করায় প্রভাবশালী সিন্ডিকেট চক্রটি প্রতিদিন রাস্তায় নতুন রোড পারমিট বিহীন অটোরিক্সা আমদানি করে চড়াও দামে কিস্তির মাধ্যমে লোকজনদের কাছে বিক্রি করছেন। তারা আরো জানান, দীর্ঘদিন ধরে অটোরিক্সার রোডপারমিট বন্ধ থাকায় অনেক প্রবাসী ও বিত্তবাণ ব্যক্তিরা গাড়ী কিনার ইচ্ছা থাকলেও রোড পারমিটের কাগজ বন্ধ থাকায় তারা কিনতে পারছে না। এই সুযোগে অটোরিক্সার ব্যাপক চাহিদা থাকায় নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে কানাইঘাটে প্লেইট বিহীন অটোরিক্সা আমদানি করা হচেছ। একাধিক সূত্রে জানা গেছে আল ইখ্ওয়ান ও আন্-নূর প্রপার্টিজ এর নামে উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল করিম, পরিচালক- আবু জহর, মামুনুর রশিদ চৌধুরী, আব্দুল মতিন এবং ইসলামী ব্যাংক কানাইঘাট ঋণ শাখার কর্মকর্তা আবুল হারিছসহ আরো কয়েকজন নাম্বার বিহীন অটোরিক্সা আমদানির সাথে জড়িত। এছাড়া উক্ত কোম্পানীর মটর কার, মাজদা ট্রাক, হিউম্যান হোলার গাড়ি ও ভুমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন বলে জানাগেছে। জানা যায়, নাম্বার বিহীন অটোরিক্সা গাড়ী যারা কিনেন তাদেরকে বাধ্যতামূলকভাবে ইসলামী ব্যাংক কানাইঘাট শাখায় হিসাব খোলানো হয় এবং তাদের কাছ থেকে মাসিক হারে ২০/২৪ কিস্তির অনুকূলে উল্লেখিত ব্যাক্তিরা তাদের এবং কোম্পানীর নামে অগ্রিম চেক নিয়ে থাকেন। বিভিন্ন সময়ে নামে গাড়ীর চুক্তিপত্র করেন তারা। নির্দিষ্ট তারিখে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে অনেকের কাছ থেকে গাড়ি ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে চেক ডিজওনারের মামলার ভয় দেখানো হয়। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক পুলিশ জানান রোড পারমিট বিহীন অটোরিক্সার বিরুদ্ধে তারা কোন একশন নিতে চাইলে বিভিন্ন বাঁধার সম্মুখীন হয়ে থাকেন। এ ব্যাপারে আল ইখ্ওয়ান প্রর্পাটিজের সাথে জড়িত উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি রোড পারমীট বিহীন অটোরিক্সা গাড়ী আমদানির কথা স্বীকার করে বলেন, তারা গাড়ী কিনে থাকেন পরবর্তীতে এগুলো মুনাফার মাধ্যমে বিভিন্ন জনের কাছে বিক্রি করে থাকেন। অটোরিক্সা গাড়ি চালানোর সাথে তারা সম্পৃক্ত নেন বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়