Friday, June 8

সপ্তাহের শেষ দিনে সূচক পতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ দিনের লেনদেন শেষ হয়েছে । এদিন লেনদেনের পরিমাণও কমেছে। সকাল সাড়ে ১০টায় এ বাজারে লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকলেও ১৫ মিনিটের মাথায় তা কমে যায়। এরপর আবার বেড়ে বেলা ১১টার দিকে আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৭ পয়েন্টে পৌঁছায়। এরপর সূচক এগোতে থাকে ওঠানামার মধ্য দিয়ে। বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কম। খানিকটা পতনের পর বেলা ১টায় সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮২২ পয়েন্টে। বেলা ২টায় তা আবার কমে ৪ হাজার ৭৯৫ পয়েন্ট হয়। বেলা আড়াইটায় লেনদেন শেষ হয় সূচকের ঘরে আগের দিনের চেয়ে কম পয়েন্ট নিয়ে। বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫০ পয়েন্ট, দিন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৭৯১ পয়েন্ট নিয়ে। সপ্তাহের চতুর্থ দিন হাতবদল হয় প্রায় ৩০৭ কোটি টাকার শেয়ার। সূত্র:ফেয়ার নিউজ আপলোড তারিখ : 2012-06-07

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়