Wednesday, December 10

‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ২০২৫’ পেলেন কানাইঘাটের জসীম


কানাইঘাট নিউজ ডেস্ক :

ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি সানের রিপোর্টার এহসানুল হক জসীম ‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ২০২৫’ পেয়েছেন। 

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার এনআইএমসি অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ধীন জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট (নিমকো) এবং ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিচার ও সংস্কার নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই বছর দুটি ক্যাটাগরিতে (প্রিন্ট এবং অনলাইন, এবং টেলিভিশন এবং রেডিও) পাঁচ জন করে মোট ১০ জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করা হয়। অন্যান্য বিজয়ী হলেন-- বাহারাম খান (ডেইলি স্টার), গোলাম রব্বানী (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), মোহাম্মদ দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক), আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মোঃ ইকবাল হোসেন (বিটিভি), শাকেরা আরজু (একুশে টিভি), মোঃ হাবিবুল্লাহ (স্টার নিউজ) আসাদুর রহমান (রেডিও পদ্মা) এবং সৈয়দা সাবরিনা মজুমদার (দেশ টিভি)।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ত্রো নেইডারস্টাম, হাইকোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ইউএনডিপির মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। নিমকোর পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) রহিমা আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, গত মাসে এহসানুল হক জসীম ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেন।


সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ব্রাক্ষ্মণগ্রামে এহসানুল জসীমের জন্ম। তার পিতা শফিকুল হক এবং মাতা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। জসীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রী অর্জনের পর বর্তমানে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

পেশায় সাংবাদিক এহসানুল হক জসীমের ‘বাংলাদেশের ইসলামী রাজনীতির ব্যবচ্ছেদ’ ও বরাক পারের বয়ান’ নামে দুটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। 

২০২২ সালে তথ্য মন্ত্রণালয়ের অধীনে গবেষণা পরিচালনা করেন তিনি। ২০২৩ সালে একটি আন্তর্জাতিক সংস্থার মিডিয়া ফেলোশিপ লাভ করেন এবং একই বছর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত ‘তামাক নিয়ন্ত্রণ জাতীয় সম্মাননা-২০২৩’ অর্জন করেন। দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবন্ধ উপস্থাপনেও রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা।






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়