Sunday, June 10

কানাইঘাটের সমাজসেবী আব্দুর রবের ইন্তেকাল

কানাইঘাট উপজেলার তিনছটি গ্রামের সমাজসেবী,শিানুরাগী মোঃআব্দুর রব আর নেই। গত মঙ্গলবার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ঐদিন তিনছটি জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয়। জনাজার নামাজে ইমামতি করেন গাছবাড়ী জামিউল উলুম মাদ্রাসার সাবেক অধ্য হাফিজ মাওঃ আব্দুর রহিম। আব্দুর রব পুলিশের চাকুরী দিয়ে তার কর্মজীবন শুরু হয়। চাকরী জীবনে তিনি কুমিল্লা,চট্রগ্রাম,রাঙ্গামাটি,সহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন। এক সময় পুলিশের চাকরী ছেড়ে দিয়ে মধ্যেপ্রাচ্যে পাড়ী জমান। সেখানে ৮-৯ বছর চাকরী করে দেশে ফিরে এসে বাশবাড়ী তাহিরীয়া সালাফিয়া মাদ্রাসায় ১০-১২ বছর শিকতা করেন । পরবর্তীতে শিকতা থেকে অব্যাহতি নিয়ে নিজ এলাকায় সমাজসেবার কাজে নিজেকে আতœনিয়োগ করেন। মরহুম আব্দুর রব কানাইঘাট প্রেসকাবের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সেলিম এর আপন ফুফা।বিভিন্ন মহলের শোকঃ সমাজসেবী আব্দুর রবের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট-৫ কানাইঘাট-জকিগজ্ঞ আসনের সাবেক সাংসদ অধ্য মাওঃ ফরিদ উদ্দিন চৌধূরী,বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক জার উল্লাহ,সহকারী প্রধান শিক মো:মহিউদ্দিন, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান,সহ-সভাপতি,বাবুল আহমদ,আব্দুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আম্বিয়া চৌধূরী,দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মাহবুবুর রশিদ,কাওছার আহমদ,আব্দুন নূর প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়