Friday, June 15

কানাইঘাটে অটোরিক্সা ছিনতাই ॥ থানায় মামলা দায়ের

কানাইঘাটে এক অটোরিক্সা চালকে মারধর করে গাড়ী চিনিয়ে নেওয়ার ৬দিন পরও কানাইঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার কিংবা গাড়ি উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়,গত ৭জুন রাত অনুমানিক ৮টার সময় কানাইঘাট সদর ইউনিয়নের নুরুল হকের পুত্র এখলাছ মিয়া (৩০), ফয়েজ উদ্দিন (২৮) এবং ভাউরভাগ নয়াগ্রামের মৃত মতছিন আলীর পুত্র সমছুদ্দিন (৪৫), সিলেট-থ-১২-২৭২৮ নং অটোরিক্সা ভাড়া করে কানাইঘাটের মাছুখাল থেকে সিলেট শহরে যেতে বলে। পরে বিবাদীরা সিএনজি ড্রাইভার সেলিম আহমদকে পুনরায় গাড়ী ঘুরিয়ে কানাইঘাট বাজারের নিয়ে যেতে বলে। রাত অনুমান ৮টায় ছত্রপুর গ্রামের বুরহানউদ্দিন সড়কের তেরাজান ব্রীজের কাছে যাওয়া মাত্র আসামীরা ড্রাইভার সেলিমকে ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করে ফেলে রেখে। অটোরিক্সাটি চালিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। এ ঘটনায় গাড়ীর মালিক ভাটিদিহি গ্রামের আফতাব উদ্দিন বাদী হয়ে থানায় ৮ জুন ৩ জনকে আসামী ও অজ্ঞাতনামা আরো ২ জনকে অভিযুক্ত করে একটি দরখাস্ত মামলা দায়ের করলে ১১জুন অভিযোগটি রেকর্ড করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই.আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু অদ্যবধি পর্যন্ত মামলার এফ.আই.আরভুক্ত আসামী ও লুন্ঠিত অটোরিক্সাটি উদ্ধার করতে পারেননি পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়