Friday, June 15

কানাইঘাটে আকষ্মিক পাহাড়ি ঢলে চতুল-সুরাইঘাট রাস্তার কিছু অংশ ভেঙ্গে গেছে

কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ভাউরভাগ লামারগ্রাম এলাকায় ভারত থেকে নেমে আসা আকষ্মিক পাহাড়ি ঢলে চতুল-সুরাইঘাট রাস্তার প্রায় হাফ কিলোমিটার পাঁকা রাস্তা ভেঙ্গে গিয়ে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার সীমান্তের কাইবাড়ী এলাকা দিয়ে ভারত থেকে হঠাৎ করে অন্তত ১৫/১৬ ফুট উঁচু বেগে পাহাড়ী ঢল নেমে আসলে লামারগ্রাম, সিঙ্গারীপাড়, গোরকপুর, বাউরভাগ গ্রামের অধিকাংশ বাড়ী ও পুকুরগুলো বাণের পানিতে তলিয়ে যায়। পানির তীব্র বেগে অতিক্রম করার সময় চতুল-সুরাইঘাট পাঁকা সড়কের লামারগ্রাম অংশের ৪টি স্থানে হাফ কিলোমিটার রাস্তা ভেঙ্গে বিরাট বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। বানের পানিতে রাস্তার নির্মাণাধীন পাকাকরনের কংক্রিট, পাথর ও বালু পার্শ্ববর্তী মাঠে চলে যায়। রাস্তার নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকেফায়ত উল্লাহ জানিয়েছেন, আকষ্মিক পাহাড়ী ঢলে দু’দফায় তার প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে এ রাস্তা দিয়ে সবধরনের ছোট বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ জানিয়েছেন, কয়েকদফা পাহাড়ী ঢলে তার ইউনিয়নের অধিকাংশ এলাকায় বন্যা দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রেরণের দাবী জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়